বুধবার, ২৭ জুন, ২০১২


আদিম রাত্রি 
আবার সেই রাত নিয়ে হাজির, সম্মোহনের 
কবচ খানি, জোছনায় দ্রাবিত মোহন -
মালা, বন্য ফুলের মদির গন্ধ,
পুনরায় সে নিয়ে যেতে 
চায় প্রাক্কালীন 
কন্দরায়, 
ভাবপ্রবণতা হারিয়ে, পুনশ্চ জীবন খুঁজে -
কস্তুরী নির্গত নাভির মূলবিন্দু, 
মৃগতৃষ্ণা নিয়ে বুকে ধেয়ে 
যায় স্বপ্নময়ী হরিণ,
একটানা ধাবন,
নিরন্তর 
জাগরণ, সুদুর সরে চলেছে বিহানের ফিকে 
আলো, রাত জড়িয়ে আছে নিখিল 
অস্তিত্ব, চেতন অবচেতন,
দেহ ও প্রাণ, ফেলে 
চলেছে ইন্দ্রিয় 
বশীকরণের অভিমন্ত্রিত, মায়াবী মৃগজলের 
ছিঁটে, গলিয়ে দিতে চায় ক্রমশঃ বলিষ্ট 
বক্ষস্থলের লৌহময় আবেগ 
বিন্দু বিন্দু - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




art by Laura Milnor Iverson