কোন কুলের ঘাট, তুমি ?
ক্রম বিকাশের শৃঙ্খলায় মানুষের পদবিধারণ করা সহজ ছিল, মানুষ কত দূর
যে হলাম, নিরিবিলি তে বসে ভাববো
আর এক দিন, মাটি, নদী, ফুল, পাখি -
সব কিছুই ত আছে, তবে কি যে অমন
হারিয়ে গেল, অবুঝ মন বুঝে উঠে না,
ওই গর্ভের আঁধার কাটে না, ঘিরে রয়
দিবা নিশি, বুড়ো শিব মন্দির, মজার
ঘেসে বহে যায় ময়লা, মরা -পচা খাল,
সেই নিয়ে মিছে মিছে, আকাশ পাতাল !
বিরাট বিরাট, দ্বিজ মুরবি গেছে ওপার,
প্রতিশ্রুতি ভাঙার ভয়ে দাঁড়িয়ে রইলে কি
কিনারায় সটান, নৌকা ডুবির পরে কে
কোথায়,কবরের মাটি কি জ্বলন্ত শ্বশান !
--- শান্তনু সান্যাল