রবিবার, ৮ জুলাই, ২০১২


জানি খুঁজে পাবে না - - 

একাকী নিশীথ রাতের পথিক আমি, জানি -
তুমি ফিরে গেছ জোছনার সাথে, ওই 
আঁধার বাঁকে, দূর অনেক পিছে 
বন্য নদীর পুলে, দিয়ে গেছ 
কিছু সুরভিত স্পর্শ, সদ্য 
জখমের উপরে রেখে 
গেছো কিছু বুনো 
তুলসী পাতা,
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে বুকে, হেঁটে চলেছি আমি 
জানি না কোথায়, কিসের সন্ধানে, দূর 
জ্বলে কিসের দহন, কুয়াশার ভরা 
পথে, কোন মোহে ধেয়ে যায় 
জীবন মৃগয়ার মুখে, কি 
তুমি রেখে গেছ সেই 
পাপড়ি ঝরা 
গোলাপ 
ভাবনার দ্বারদেশে, কিংবা এখনো খুঁজে পাও 
নি আমার ছেঁড়া চিঠির, ছড়ানো চিরকুট 
মেঝের গায়ে, হয় ত পড়ে আছে এলো 
মেলো  অভিশপ্ত ভাবে - - - 

- শান্তনু সান্যাল 

painting by Paul McMillan
http://sanyalsplanet.blogspot.com/

এ কেমন ভালবাসা 

কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ে, 
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের 
জোছনা, যে পবিত্র প্রণয়ের
আশায় জীবন গেছে 
ক্ষয়ে, সেই মর্ম 
নিয়ে অন্তে
তুমি 
এলে, না ধরে রাখতে পারি, না কোনো মুক্তির 
পথ দেখি, শুধুই চির দহন নিয়ে বুকে 
দিবা নিশি, বাঁচি পুনরায় মরি,
এ কেমন ভালবাসা, যেন 
তীর নিজেই করে 
ভাঙনের
আমন্ত্রণ, সেই ভাসিয়ে যাওয়ার অভিলাষে -
জীবন করে বারে বারে মৃত্যু বরণ,
এ কেমন হারিয়ে খুঁজে পাওয়া,
উজাড় করে ঝরে যেতে 
চায় হৃদয়ের ভরা 
কৃষ্ণ চূড়া,

- শান্তনু সান্যাল 


Friedrich Caspar David painting