শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

স্বপ্নের পুনরাবর্তী - -

কিছু স্বপ্ন মৃত জন্মায়, ভোরের
আগেই রাস্তার ধারে ফেলে
অবকাশ মুক্ত হয়
মমতাময়ী
রাত্রি,
কিছু স্বপ্ন অতল গর্ভে অনিচ্ছায়
পড়ে থাকে নতুন সকালের
আশায়, ভবিষ্যত
নিজের শোধ
আদায়
করে সোনাগাছির অদৃশ্য জগতে,
হারিয়ে যায় কত মুখ প্রতিমা
সৃজনের মাটি তে, কে বা
খবর রাখে, কখনো
লালবাজারের
পথ দিয়ে
কত
কচি স্বপ্ন কেন্দ্রীয় কারাগারে
পূর্ণ যৌবন প্রাপ্ত করে,
কিছু স্বপ্ন দুরন্তগামী
রেল চেপে
মুম্বাইর
জন
অরণ্যে বিলুপ্ত হয়, কিছু স্বপ্ন
পড়ন্ত বেলার মিছিলে
যোগ দিয়ে হটাত
অচেনা গলি তে
নিখোঁজ হয়ে
হারিয়ে
যায়,
অনেক স্বপ্ন আবার নিশাচর,
 মধ্য নিশিতে অনন্য
স্বপ্নের গায়ে হানা
দিয়ে চুরমার
করে
আগামী স্বপ্নের পুনরাবর্তি - -
- -শান্তনু সান্যাল

বিনা মূল্যে প্রবেশ - -

মরা নদীর দুই পারে জেগে থাকে
বিশাল আলোকিত অট্টালিকা,
সারা রাত আমি খুঁজি
বিলুপ্ত নদীর স্রোত,
স্মৃতির ঝুলি
গেছে
ছিঁড়ে অনেক আগে, এখন শুধুই
রিফু তালি দিয়ে আত্মীয়তা
বজায় রাখা, ঝাপসা
আলোয় দেখি কে
যেন হাতে এক
খাতা নিয়ে
দাঁড়িয়ে
আছে,
কী
যা চায় বুঝি না, কিসের হিসেব
নিকেশ, কিসের দেনা পাওনা,
নিঃস্ব হওয়ার পরেও কিছু
কী বাকি আছে, আমি
বিস্ফারিত চোখে
নিঃশব্দ হয়ে
দেখছি
তার
মুখের আদল, অদ্ভুত মিল আছে
আমার সাথে, কুয়াশার ওপারে
হয় ত অজ্ঞাত এক মরুদ্যান
আছে, যেখানে বিনা মূল্য
প্রবেশ করা যায় ।
- - শান্তনু সান্যাল