মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

বিস্মৃত খামের গভীরতা - -

নিঃশর্ত কিছুই নেই এই জগতে
তবুও ভালো লাগে মিথ্যে
প্রতিশ্রুতি, কিছু
আঠালো
আব্দার। একটু অদৃশ্য অন্তরে
যদি থাকে গ্রীষ্ম শেষের
অঝর বৃষ্টি, তাহলে
সোঁদা গন্ধের
সুখটা
যেন হয়ে ওঠে এক দীর্ঘকালীন
অনুভূতি। তারা নাকি খুব
কাছের  মানুষ, তাই
বহু দিন পরে
উঁকি দিয়ে
গেছে
উঠোন ছোঁয়া ছিঁটে বর্ষার রূপে,
যখন উদাসীন সন্ধ্যা ছিনে
নিতে চায় জীবনের
সজলতার বাদ
বাকি অংশ,
আমি
খুলে বসি অতীতের ছেঁড়া খাম,
আশ্চর্য্য বৈকি, তোমার
গায়ের ওই লেবু
ফুলের গন্ধ
আজ ও
ভেসে ওঠে আমার বুকের চার -
দিকে।

* *
- শান্তনু সান্যাল