তোমার প্রেমে এখনো আছে পরকীয় গন্ধ ! এক
অদৃশ্য অন্তরাল, কাঁচা কাদামাটির তনুতা,
সম্ভবতঃ ভেঙ্গে যাওয়ার লুকানো
ভয়, তাই তফাৎ বানিয়ে
রাখাটা মন্দ নয়,
বুকের
অগ্নিকুণ্ডে আসার আগে বহু বার ভাবাটা - - -
পক্কতার ইঙ্গিত, ওই কুমোরের চাকা
হতে শক্ত মৃন্ময় পাত্রে বদল
হওয়া সহজ কোথায়,
সে এক অগ্নি
পথের
চিরন্তন প্রক্রিয়া, দগ্ধ জীবনের সাথে বোঝাপড়া,
কাজেই বলি, আবেগপূর্ণ সিদ্ধান্ত কি এই
মুহুর্তে উচিত, কিছু সময় আর
ও নিজেকে শুষ্ক কর -
সূর্যের তাপে,
তারপরে
হয় ত ভাবতে পারো, পূর্ণ আহুতির প্রস্তুতি - -
অনন্ত পথের যাত্রা - -
* *
- শান্তনু সান্যাল