সোমবার, ২৭ জুন, ২০১১

ফিরে আসা

সে খুলে নি অতীতের গ্রন্থী -
বেদনার প্রতিচ্ছায়ায় সুপ্ত ছিল
বহু আহত স্বপ্নের অংশ ছড়ানো,
বিশুষ্ক কুসুমবৃন্ত, ঘনীভূত অশ্রু
ক্ষয় গ্রস্ত হাসির নীচে ছিল গোপন
জীবনের সত্যতা, চোখের ভাষা
বলে গেছে বিপুল মনের গভীরতা !
দেখিছি জীবনে প্রথম তার মৌন
প্রশান্ত, দিপ্তিবিহীন মুখে শ্রাবনের
ছায়া,এক লয়ে আকাশে চাওয়া,
মোমের আলোয় সে হয় উঠি নি
গোলাপ, হয় তো  মনের কাননে
আর ফুটে না ভাবনার প্রসুন -
খুঁজে চলেছে সে যেন কিছু অশেষ
ভালবাসা, দেখি সে সজল নয়নে
হারিয়ে গেছে প্রাচীন জাদুঘরে
স্বপ্ন গুলো মামি, ছুঁতে চায় মন
পূনর্জীবনের আশায় কাচের পুতুল,
সহসা দুর্বল একটি হাত, বেড়ে
আসে বুকের কাছে, রিক্ত করতল
কি চায় পয়সা অথবা প্রজাপতি
বোঝা খুবই মুশকিল, সে ফিরে
আসে সম্প্রতি যুগে, একাকী উদাস,

-- শান্তনু সান্যাল