মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

অধর কোণে - -

কিছু কথা থাক না অধর কোণে, ঈশানী
মেঘের রূপে, নিথর অভিলাষের
সন্ধ্যা চায় অপ্রত্যাশিত
উষ্ণতা, এখনো
আঁধার
হয় ওঠে নি নিরন্ধ অপারদর্শী, কিছু -
ভাবনা থাক না লুকিয়ে, অর্ধসুপ্ত
রজনীগন্ধার লাজুক
পাপড়ির বন্ধ
আবর্তে,
জোনাকির আলো ছড়ায় নি এখনো -
হাসনুহানার বৃন্তে, কিছু ক্ষণ
আরও জ্বলে উঠুক
আবেগের
শিখা,
কিছু মুহূর্তের পরে ঠিক সজীব হয়ে
উঠবে, পাষাণী গ্রীক দেবতা !
চাঁদের আলো ছড়াক
কিছু আরও
মোহিনী
মায়া, এখনো রাত্রি অনেকটা বাকি !

- শান্তনু সান্যাল