বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১


শেষ রাত্রির খেলা 

ওই জ্বলন্ত বাঁশ বনে, ছাই রাঙ্গা চাঁদ, উঠেছে আবার -
জীবনের বিথী, কবে ভুলে গেছে মায়াবী নীল আঁধার,

ঠাহর করতে পারি নি, ঝিলের বুকের অথৈ গভীরতা 
পা বাড়িয়ে দেখি,শুধুই স্রোতের ভিতরে স্রোত অপার,

জলের উপরে ভেসে চলেছে, রাশি রাশি কাচের আলো 
জোনাকিরা কি দেশান্তরী, গেছে ঢেলে, শেষ  অন্ধকার,

কিসের অনুরণন অবিরাম, খেলা করে জোছনার দেহে 
হয় ত এই মুহূর্তে, তুমি ছুঁয়েছ আমায়, কোমল গান্ধার !

বিভাবরির অঞ্জনে, কি যে মন্ত্র ছিল, জানে না যে মন 
খুলে গেছে স্তর, একের পরে এক, যেন দিব্য চমত্কার,

শিহরিত হৃদয় তুলে চলেছি, বন্য কুসুম,  মসৃন ছোঁয়া 
অন্তরঙ্গ গন্ধের বাতাস, ঝরে চলেছে ঘনীভূত অহংকার !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/