বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

অনন্ত তৃষ্ণা - -

ফেকাশে দুনিয়ার সমস্ত জাঁকজমক -
যদি হৃদয়ের আকাশ চুপসান
শুধুই মেঘে ঢাকা, সব 
কিছুই উপলব্ধ 
হাতের 
নাগালে তবুও সব কিছু কেনা যায় - 
না, বাস্তব প্রেমের আছে 
নিজস্ব মূল্য, সহজ 
নয় নির্ধারণ,
কল্পনার 
বাইরে সে এক অনুভূতি, যার শীর্ষে 
পৌঁছিয়ে মানুষ হয় ওঠে 
অমূল্য পরশমণি,
মাটির দেহ 
পড়ে 
রয় মাটির পৃষ্ঠতলে, পঞ্চতত্বের সাথে 
ক্রমশঃ যায় গলে, কিন্তু অদৃশ্য 
ফিনিক, চিরকাল ঘুরে 
পৃথিবী হতে 
আকাশ,
সমুদ্র হতে বারিদ কণায়, শিশিরের - 
বিন্দু হতে ফুলের বুকে 
দিব্য পরাগের 
সন্ধানে !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by ivica-petras