রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

শল্কের স্খলন

লৌকিকতার সীমানা পেরিয়ে, অনেক মুহূর্তে 
জীবনের চাপা আদর্শ চায় মুক্তি, নামিয়ে 
রাখতে চায় নিঃশব্দ ভদ্রতার খোল, 
অস্বাভাবিক বলে কিছু নয়, 
মানুষের মানস চক্র 
বিচিত্র এক ঘড়ি,
কোন দিকে 
বাঁকবে 
বলা সহজ নয়, সাধু ও দৈত্যর ওই কাঁটার
অধিক্রমণে, ছায়া ঘনাবে কি আলো
ছড়াবে, বিশ্লেষণের বিষয় !
তাই মানুষ চেনার 
দাবি ছিল এক 
কল্পনা, 
আর  কল্পলোকে রহস্য রোমাঞ্চ ছাড়া কিছু 
ও থাকে না, থাকতে পারে না, ওই 
না থাকার মধ্যে নিজের এক 
মাধুর্য্য রয়েছে লুকানো, 
সে জন্যই জীবনের 
সুপ্ত আবেগ ! 
নবীনতা গ্রহণ করে, দর্পণের মুখোমুখি 
নিজের চরিত্র খুঁজে, ছদ্ম রূপ 
ধারণ করে, আসলে 
অন্তর্দৃষ্টির সামনে 
জীবন উলঙ্গ
পড়ে রয়, 
পরিত্যক্ত ব্যবহৃত, ঠিক বহিরাগত দামী 
আতরের রিক্ত শিশির  মত, কিংবা 
ধারের পরকীয়, দৈহিক গন্ধের  
সাথে অদৃশ্য অধরোষ্ঠের 
দংশন, বন্য নিশার
জাগরণ, 
সকালের আগে পুরাতন শল্কের স্খলন, রোদের 
প্রথম স্পর্শে, শুচি বসনের উপরে বিসর্প
ভাবে সরে যাওয়া - - - 

-- শান্তনু সান্যাল  
Seascape_oil_painting_ sorce - WP (China Manufacturer) 
PAINTING - valleys - Barbara Delligatti