মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১


অনন্ত আলেয়া 
তার গল্পের ভিতরে গল্প ছিল, মন্ত্রমুগ্ধ করে গেছে
প্রতি বাক্য, অজানা সম্মোহনের বিদ্যা হয় ত সে 
জানত, সেই মধুর মিষ্টি সম্ভাষণে, জানা যাই নি 
অপ্রকাশিত, বহু গোপনীয়, প্রবল স্পৃহা, ইতিমধ্যে 
জল গড়িয়ে গেছে অনেক দূরে, রাস্তা ঝলমল, সে 
ফেলে গেছে অনিবিড় বোনা, মোহের মহাজাল !
যতই করি চেষ্টা, মুক্ত্রীপথের  সন্ধান, দূরে যায় -
সরে, অন্তিম খেয়া ভেসে চলেছে পশ্চিমগামী জলে,
বিশাল বট বৃক্ষ শুধায়,ঘিরে চলেছে সঘন তিমির, 
ঘাটের বাঁস বনে এখন নিরবতা, আবেশের অন্ত, 
আগাছার জঙ্গলে খুঁজি এঁদো গলি, ক্লান্ত দেহের ওই 
অমূল্য উত্তরীয়, কখন গেছে খসে জানি না আমি, 
ধীর পদক্ষেপে উঠতে চায় জীবন, ভগ্ন দেউলের -
শৈল সিঁড়ি, সান্ধ্য প্রদীপ হয় ত নিভি নি এখন ?
-- শান্তনু সান্যাল