জানা সত্তেও যে রিক্ত, পুরাতন পুষ্পাধার !
কখনো কোনো দিন ভেঙে যেতে পারে,
তবু ও সে মুছে যায় ধুলো
কোন স্বপ্ন নিয়ে
বুকে, ওই
পৃষ্ঠতলে কিসের মায়া জড়িয়ে আছে, প্রায়
ভাবে একাকী মন, সে যেন লাজুক
জোছনার আলো, বহুবার
দেখি দিয়ে যায় উঁকি,
কখনো দরজার
ফাঁক দিয়ে,
আবার অনেক সময় বসে রয় ঠাঁই অলিন্দ
সীমানায়, সে এক বিচিত্র অনুভূতি
জড়িয়ে যেতে চায় অদৃশ্য
লতার রূপে সারা দেহ
ও প্রাণে, বেঁধে
যায় বাসা
আপনমনে, জানা সত্তে ও যে সব কিছুই ত
বিলীয়মান, তবু ও জানি না কেন,
সে এত ভালবাসে - -