কটু কিন্তু সত্য
ফুরায়, সে দিন যখন ছিল পায়ে রবারের
ঘষা চটি, বিবর্ণ পরিধান, তারা
ভালবাসার সংজ্ঞা বুঝতে
চাই নি, পাস কেটে
গেছে সহজে
মিথ্যে হাসির ঝিলিকে জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাবে
শ্রেণী ভেদ, অবশ্যই অনর্গল, ধারা প্রবাহে
দিয়ে গেছে, চির পরিচিত ভাব -
ভঙ্গিমায় সাম্যবাদী ভাষণ,
কিন্তু অপ্রত্যক্ষ রূপে
অদৃশ্য দুরুত্ব
রেখেছে সম্পর্কের মাঝখানে, মৌন অবহেলায়
সরিয়ে নিয়েছে সুন্দর ভাবে নিজের অস্তিত্ব,
ঠিক ভুজঙ্গের সদৃশ শল্কের রূপান্তরণ,
সহানুভূতির সুরে চাপানো যেন
অট্টহাসি, যেখানে পরিচয়
দিতে মানুষ দ্বিধা
বোধ করে,
আত্মীয়তা, অন্তরঙ্গতা, প্রেম, অনুরাগ, আপন পর
কিছুও হতে পারে, যখন দিন খারাপ নিজের
ছায়া ও চায় দূরে সরে যেতে, যখন
আকাশ ভব্য, উন্মুক্ত, মেঘ
বিহীন, দিন হোক
জোছনার প্রবাহে তখন সবাই গা ভাসাতে চায় - - -