রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

অন্তর্লীন অন্তরতমের মাঝে - -

 সে যখন অন্তর্লীন অন্তরতমের মাঝে,
ঐহিক সুখের পরিভাষা যায়
নিজেই বদলিয়ে, সমস্ত
অভিলাষের তৃষ্ণা
নিজেই খুঁজে
পায়
অমত্র্য ঠিকানা, অন্তহীন গভীরতার
সরসী তখন তরঙ্গায়িত ঠিক
চোখের আগে ! সেই
বিশাল, ঢেউ -
খেলানো
মানস সরোবর করে যায় আবাহন -
নিয়ে যেতে চায় হাত ধরে
পরম মনুষ্যতার পথে,
যেখানে সমস্ত
ভেদাভেদ
যায়
বিলীনতার মুখে, বিগলিত অহংকার
তখন মোক্ষদায়িনী অদৃশ্য নদীর
তীরে, মঠ মহন্ত বিহীন সে
এক আত্মবেদির
আঙ্গিনা,
ফুটে রয় যেখানে মানবিকতার চির
পুষ্পিত ফুলের গুচ্ছ - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by rajeev kumar - India

মৌন হাহাকার - -

অন্তর্তমের সৌন্দর্য্য চিরস্থায়ী,
সময়ের আলো - ছায়ার
প্রভাব যেখানে
নিষ্ক্রিয়,
মৌসুমের অনুযায়ী নিখিল -
প্রকৃতির রূপান্তরণ !
অমর লতার
কল্পনা
থাক যথারীতি বুকের মাঝে,
ফুলের নিয়তি তিন
অধ্যায়ে লিখিত,
প্রস্ফুটন,
গন্ধ বিস্তারণ, এবং পরিশেষে
জমির সাথে আলিঙ্গন !
তোমার প্রেম
জানি
অমূল্য অঙ্গুরী তাই সাবধানে
ছুঁই অভিলাষের ফেনা,
অন্যথা রত্ন বিহীন
অনুভূতির
মূল্য
কিছুই নাই, শুধুই অন্তরে এক
অসমাপ্ত মরুভূমির উষ্ণতা
আর মৌন হাহাকার !

* *
- শান্তনু সান্যাল



http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox

নিশিগন্ধার সুরভি - -

সারা রাত সে খুঁজেছে ভাঙা তারকা,
সারা রাত ঝরেছে নিশিগন্ধার
সুরভি শিশির বিন্দুর
সাথে, তার দীর্ঘ
নিঃশ্বাসে
ছিল লুকিয়ে কোথায় যেন আমার -
ব্যথা ভরা স্বরলিপি, সারা
রাত বেজেছে বেহালা
নীল পাহাড়ের
পারে - -
বারংবার ফিরে এসেছে তার গানের
অনুরণন, বহু টুকরো হয়ে !
বারেবারে সে তুলেছে
সিক্ত ভাবনার
ফোঁটা - -
মোজাইক মেঝ হতে, সারা রাত - -
ভেসেছে কুয়াশাময় মিহি
কণার মেঘ, বুকের
মরুভূমি ছুঁয়ে,
সারা রাত
সে বুনেছে স্বপ্নজাল একাকী, উন্মুক্ত
আকাশের নিচে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
artist Catherine Klein