রবিবার, ৮ এপ্রিল, ২০১২


সন্ধ্যার আগে 

সে আসে দক্ষিণ দিশা হতে, ঠিক সাঁঝ নামার আগে 
অরণ্যের সেতু পার করে, দমকা বৃষ্টিতে ভিজে 
ছুঁয়ে যায় মনের দরজা আলতো হাতে, 
জানি না, কেমন এক আনচান 
জেগে উঠে গোধুলির 
প্রাঙ্গনে, উড়ে 
যেতে চায় হৃদয়ের পাখি পিঞ্জর সহ সেই বাতাসে, 
কেওড়া কেতকীর গন্ধ জড়িয়ে সারা দেহে, 
সে যেন সর্পিল পথে ঘুরে বেড়ায় 
বাউণ্ডুলে ভাবনার সাথে, 
এমন সময় কিছুই 
মনে থাকে 
না, কোথায় আমি আর কোথায় আমার অস্মিতা, 
শুধুই ভেসে যাওয়া, দিগন্তের অনেক 
উপরে, আকাশগঙ্গার তীরে, 
কখনো শুন্যে আবার 
কখনো তার 
অন্তরে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Fall-Walk- by Phyllis Vernon.jpg

নতুন ভাবে 

অচেনা দেশের ওই পথিক ফিরে গেছে বুঝি 
ঝরিয়ে পরিশুষ্ক পল্লব, পথের দুই 
ধারে, কিংবা দিয়ে গেছে 
মনে প্রস্ফুটনের 
ব্যগ্রতা, 
জানিয়ে গেছে জীবনের বাস্তবিকতা, রোদ
ও মেঘের খেলা, বিরহ মিলনের 
মাঝারে জ্বালিয়ে গেছে 
সম্ভাবনার অদৃশ্য 
প্রদীপ, তাই 
মুগ্ধ পৃথিবী নিয়ে বুকে নির্বাক ভাবনা 
চেয়ে আছে নীল আকাশ অথবা 
তুমি আবার আছ দাঁড়ায়ে 
মুখোমুখি আমার 
হাতে লয়ে 
সদ্য কুসুমিত লাল গোলাপের তোড়া, এবং 
চাইছ বলতে চোখের ভাষায় 
প্রেমের প্রস্তাব - - - 

- শান্তনু সান্যাল 
Fall Road by Linda Kukulski.jpg