বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

কার লাগি অদৃশ্য দাহ - -

কাঁসা রঙ্গী আকাশ ভেসে উঠেছে, আবার 
গঙ্গার গভীর বুক হতে, এ কি এখনো 
বসে আছ, পথ চেয়ে সেই আধ 
ভাঙা দেউলের মুখ্য দ্বারে, 
খণ্ডিত বিগ্রহের 
মুখোমুখি,
কখন যে ফিরে গেছে আবেগী মৌসুম, হয় 
ত টের পাওনি, বৃক্ষশাখায় ঝুলে আছে 
কেবল নিঃশ্বাসের ক এক শুকনো 
ভাবনার কুসুম, ফাটল ধরা 
দেয়ালে স্মৃতি চিহ্ন যেন 
বিলুপ্তির পথে !
তবু ও 
জানি না কিসের টানে পুড়িয়ে যেতে চাও,
কনকময় দেহ ও প্রাণের দুর্লভ 
জগৎ - - 

- শান্তনু সান্যাল
PAINTING BY SUBIMAL DAS, KOLKATA  INDIA