সোমবার, ১১ আগস্ট, ২০১৪

দৃশ্য পরিবর্তন - -

 জখমের পুনরাবৃতি, বেদনার পুনর্সৃষ্টি,
সহজ না হওয়ার আগেই যেন
সব কিছু নিয়তির হাতে
সঠিক ভাবে পূর্ব
নির্ধারিত !
মেঘ
ও রোদের ওই চির পরিচিত খেলার
মাঝে জীবন দাঁড়িয়ে দেখে দৃশ্য
পরিবর্তন, কখনো ধু ধু মরু
প্রান্তর আবার অনেক
সময়ে ভেসে
চলেছে
মহা প্লাবনে সমস্ত সাধের নীলাকাশ,
ভাঙা তট বন্ধের ধারে এক
টুকরো পৃথিবীর জন্য
মানুষ তখন বর্বর,
ভুলে যায়
নৈতিকতা, সভ্যতা ও সংস্কৃতি - - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Ann