শনিবার, ৫ নভেম্বর, ২০১১


 মোহাবিষ্ট অন্তর 

আবছায়া জল রং ছবির মতো ভাসা ভাসা 
সঘন অরণ্য বিথির সীমান্তপ্রদেশে,
সে এখন মহুয়া বনের 
ভোরের উঠন্ত 
ধোঁয়া, 
শার্সির কাচে আবেগের বাষ্প বিন্দু -দ্রবণীয়,
আবেশহীন, ক্লান্ত, চুষিত, উভচর নৈশ - 
প্রাণী যেন আমার বৃষ দেহ, 
বসে আছে গুটিয়ে 
চতুষ্পদ 
আমলকির নীচে আধ ঘুমন্ত, হেলান মাথায়,
নাভি শীর্ষে ঘনীভূত কস্তুরী কণা,
এখন সংজননের পথে, 
ঝরে চলেছে 
মকরন্দ
বিন্দু বিন্দু পলাশবৃন্ত হতে মনের রিক্ত কোষে,
পাকিয়ে চলেছে অস্তিত্ব, নানান 
চাণক্য মান্ত্রিক সুচতুর,
টোপ ফেলার 
রণনীতি,
রেখাচিত্র প্রায় শেষের দিকে, এখন সূর্য্য অলস 
জালক ছড়িয়ে দিয়েছে মদ্যরঙ্গী 
গোলাপী সাঁঝ, এখন আমি 
পরিপূর্ণ ঘাতক জীব,
লুক্কায়িত ছোবল 
নিয়ে আছি 
পথ চেয়ে.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Antonela's Fine Art - painting