শুক্রবার, ২২ মে, ২০১৫

অন্ত:শীল রূপ - -

সম্ভবতঃ, সে দেখতে চাই নি আমার
অন্ত:শীল রূপ সময়ের অতিক্রমে,
আসলে মানুষ যাকে খুব
ভালবাসে তাকেই
সবচেয়ে
সুন্দর মনে করে, তার সমস্ত অসৎ
সে নিজের বুকে নিবিষ্ট করে
যায়, এখান হতেই এক
এমন উপাসনার
সূত্রপাত,
যার কোনো শেষ নেই, দেহের ওই -
পঞ্চ - ধাতুর পিঞ্জর তখন নিজেই
খুলে দেয় শুন্য মুখী কপাট,
তবুও প্রাণ পাখি যেন
উদাসীন, কেমন
যেন চেয়ে
রয় সমস্ত অন্তরিক্ষের ভাসন্ত জগৎ!
ভাবের কারাগার তার জন্য
যেন স্বর্গ, ডানা থাকা
সত্বেও সে যেন খুব
অসহায় বোধ
করে, কোনো ভাবেই উড়ার সাহস
যোগাতে পারে না, নিয়তির
আগে তখন সে নতজানু,
নিজের পায়ে নিজেই
শিকল বেঁধে
পরিতৃপ্ত
ভাবে শেষ জীবনটা কাটিয়ে দিতে -
চায়, তখন প্রেম ভৌতিক
জগতের সমস্ত বেড়া
গুলো ডিঙিয়ে
সুদূরে
এগিয়ে যায়, আবরণ কি অলংকার
সব কিছুই পড়ে রয় পৃথিবীর
বুকে নিষ্প্রয়োজন
ভাবে।

* *
- শান্তনু সান্যাল   

http://sanyalsplanet.blogspot.in/