মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২


সাগর কূলের অভিযাত্রী 

মনের ভাঙা, ক্ষয়িত তীর দেখিয়ে কি বা হত,
তাই হাসির মাঝে ভুলিয়ে রেখেছি সাগর
কূলের অভিযাত্রী দল কে, ওই উদাস 
নাবিকের হাতে দিলাম তুলে 
স্বপ্নের মাস্তুল, প্রণয়ী
পালের কাপড়,
নিঃশ্বাসের
দড়ি  দিয়ে  বাঁধানো দেহের  নোঙর, জীবন 
ছিল চার প্রহরের লঘু কাহিনী, তারা 
টেনে ছিঁড়ে করে গেছে অসমাপ্ত 
উপন্যাস, যতই ডুব দিয়ে 
গেছি দেখি শুধুই আর্দ্র 
অন্ধকার, তলের 
সরে যাওয়া,
ক্রমশঃ নিখোঁজ ভালবাসার হারানো প্রদেশ !
অবশেষে সন্ধানের অভিযান গেছে থেমে,
একে -একে যাত্রীরা গেছে নেমে,কার 
গন্তব্য কি বা ছিল বুঝতে পারি নি 
জীবন, শুধুই হাত ঝাঁকুনি, 
মনের মিলন ছিল এক 
অদৃশ্য মরিচিকা, 
তাই গোটা
জীবনে  নিঃশ্বাসের আদান প্রদান, দেহের 
বিনিময়, সব কিছুই নৈসর্গিক কিন্তু 
নৌকা ডুবির জীবন্ত বলি 
বলতে একমাত্র আমি
ছিলাম, তারা 
সবাই উঠে গেছে ঘাটের সিঁড়ি হতে দেউলের  
মুখ্য দ্বারে - - 

- - শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING : Storm at Sea on a Moonlit Night - Ivan Aivazovsky