মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

অ-সংজ্ঞায়িত - -

রাতের বুকে থাক কিছু অপ্রকাশিত অন্তরঙ্গতা, -
তোমার চোখের গহিনে কিছু লুকানো 
পরিতৃপ্ত নীহার কণিকা, এই 
রহস্যের সৌন্দর্য্যে আছে 
জীবনের পূর্ণতা,
ঢেকে থাক 
চিরদিন কুয়াশার যবনিকায়, ওই মুহুর্তের মাঝে 
ছিল অশেষ পরিতোষ, দেহ ও প্রাণ গেছে 
ভরে প্রণয় সুধা, এখন জীবন যেন 
মৃত্যুঞ্জয়, প্রস্তুত সব হলাহল 
পানের জন্য, জন্ম 
মৃত্যুর ধাঁধার
বাহিরে 
তোমার প্রেমে, অস্তিত্ব গেছে বিলীন হয়ে - - - - 
একাকার, খনি হতে সুবর্ণের নির্মাণ !
উজ্জ্বলতা চিরস্থায়ী !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
blue moon night