বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১


শাশ্বত সত্য 

আকুলতার সঙ্গে জীবনে জড়িয়ে যাওয়ার, তার -
পটুতা কিংবা মিথ্যে সহানুভূতি, যাই হোক,
এই ভাবে মন নিয়ে খেলার শিল্প কোন 
নতুন নয়, তাই আমি ও খুলে 
দিলাম নোঙ্গর, জানা 
সত্তেও যে ঈশান 
কোণে অশনি
সঙ্কেত !
যখন উঠলো ঝড় সে সমাহিত বক্ষঃস্থলে, ডুবে 
গেছে সমস্ত তথাকথিত সভ্যতার ভণ্ড
জলবেষ্টিত ভুখণ্ড !এখন নিমগ্ন 
জীবনের খরাঞ্চল, ভেসে 
চলেছে ভেলা দিশাহীন 
তরঙ্গে, পুরাদস্তুর 
তার আনন্দ 
স্রোত !
সুদুর কোন শশাঙ্ক কালীন মন্দিরে এখন শঙ্খ
ধ্বনি, শুধায় দিব্য প্রভাতের আগমনী,
তার ময়ুরপঙ্খী আঁচলের ভাঁজে 
ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, 
কিছু রহস্যময়ী 
রাতের গল্প, 
প্রেম কি 
রিরংসা, বিশ্লেষণ অতীতের বুকে ! এখানে 
নারী পুরুষ ছাড়া পৃথিবী যেন 
অস্তিত্বহীন, ক্রমাগত
সৃষ্টি, সৃজনের 
ক্রমিক 
বিকাশ, শাশ্বত জীবনের যাত্রা অনুক্রমিক পথে !

-- শান্তনু সান্যাল
arch painting by Julie Hill