লুকিয়ে রাখো নিজের মাঝে আবেগের
নীল দহন, এখনো রাত অনেক
বাকি, সবে অন্ধকার
নিবিড়তার
পথে !
এখনো বুকের মাঝে অস্থির ভাবনারা
খুঁজে পাই নি সঠিক কিনারা,
সোঁদা মাটির গন্ধে আছে
বিভ্রান্তির মধুর
আভাস,
এখনো শ্রাবণী মেঘ খুবই হালকা - - -
উড়ে চলেছে দিশাহীন দিগন্তে,
হত ত শেষ প্রহরে, সে
যাবে একান্ত
ঝরে,
এখনো নয়নের তীরে জমে উঠে নি - -
অভিলাষের বিন্দু, এখনো
আমাদের মাঝে আছে
অদৃশ্য এক
দূরত্ব,
এখনো তোমার স্পন্দনে ভেসে ওঠে -
নি আমার জন্য গভীর আসক্তি,
এই মুহুর্তে তোমার
চোখে আছে
শুধুই
ভাসন্ত স্বপনের মায়া, এখনো তুমি -
জানো কোথায় প্রেমের
পরিভাষা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
artist Linda Renner
নীল দহন, এখনো রাত অনেক
বাকি, সবে অন্ধকার
নিবিড়তার
পথে !
এখনো বুকের মাঝে অস্থির ভাবনারা
খুঁজে পাই নি সঠিক কিনারা,
সোঁদা মাটির গন্ধে আছে
বিভ্রান্তির মধুর
আভাস,
এখনো শ্রাবণী মেঘ খুবই হালকা - - -
উড়ে চলেছে দিশাহীন দিগন্তে,
হত ত শেষ প্রহরে, সে
যাবে একান্ত
ঝরে,
এখনো নয়নের তীরে জমে উঠে নি - -
অভিলাষের বিন্দু, এখনো
আমাদের মাঝে আছে
অদৃশ্য এক
দূরত্ব,
এখনো তোমার স্পন্দনে ভেসে ওঠে -
নি আমার জন্য গভীর আসক্তি,
এই মুহুর্তে তোমার
চোখে আছে
শুধুই
ভাসন্ত স্বপনের মায়া, এখনো তুমি -
জানো কোথায় প্রেমের
পরিভাষা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
artist Linda Renner