মঙ্গলবার, ১৫ মে, ২০১২


অব্যক্ত ভাবনা 

কি কথা ছিল; তার সজল চোখে বুঝতে পারি নি 
হৃদয়, ওই বর্ষায় ভিজে সে এসে; ফিরে 
গেছে বিস্মৃত শৈশবের রূপে, 
সিঁড়ির ধাপে রেখে 
কিছু স্মৃতির 
আর্দ্র 
বিন্দু, প্রতিধ্বনিত অতীতের নিঃশ্বাস, শুন্যতা ;
ওই ভাঙা সুরের জগতে ঘুরে ফিরে গেছে 
কত মৌসুমী হাওয়া, তার কন্ঠের 
গভীরে ; কি এখনো ভাসে 
প্রণয়ের কম্পন, 
জানতে 
পারি নি যে মন, সেই সাঁঝের চিত্রলিপির মাঝে 
ছিল কি যে রহস্য ; খুঁজতে পারি নি 
জীবন, হয় ত  সে লুকিয়ে 
গেছে অশ্রু ; বৃষ্টির 
অবিরল জলে, 
শুধুই 
রেখে গেছে দোরগোড়ায় কিছু ব্যথিত হাসির 
শব্দ, নিরব ভাঙনের কাহিনী, অস্পষ্ট 
পদচিহ্ন, জাগরণের সত্যতা,
ঘুমন্ত কিছু ভাবনা, 
আরও অনেক
কিছু - - 
  
- শান্তনু সান্যাল 
Paintings by Shirley Reade