শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

বহুদূর - - -

মুগ্ধতার কারণ কিছুও হতে পারে, এই মুহূর্তে !
স্পার্শনুভুতির প্রশ্ন বড়ই জটিল, তার 
প্রণয়ের সান্দ্রতা ঘনিয়ে আনে 
রহস্যময়ী রাত্রির তিমির,
এক বিচিত্র সৃষ্টির 
উদয় তখন 
অন্তর্তমে !
দেহ ও প্রাণে সঞ্চারিত তরঙ্গে, ভেসে যায় এক 
অপরিভাষিত ঘোর, পৃথিবীর আবর্তন 
সহসা বেগবান, নভস্থিত গ্রহ 
নক্ষত্র দৌড়িয়ে পিছিয়ে 
চলেছে সুদুর 
নির্জনে !
জীবন তখন দ্রুতগামী রেলগাড়ি, ঊর্ধ্বশ্বাসে
চেয়ে আছে নদী, মুকুলিত উপত্যকা, 
উচ্ছলিত সিন্ধু তরঙ্গ, অবাক 
জোছনা, স্থির তখন 
বন্য সুরভি !
তার 
অপরূপ রূপের মায়া নিয়ে চলেছে বহুদূর - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by moore