জলপূর্ণ চোখের বাহিরেও আছে
মঞ্জরিত ভাবনার পৃথিবী,
অতীতের আয়না
যতই হোক
দামী,
যদি যায় ভেঙে কোনো কারণে,
ফিরে চাওয়া অর্থহীন, ওই
মোড়ে যেখানে বসন্ত
বেলা গেছে মুখ
ফিরিয়ে,
সেই বাঁকে জীবন খুঁজে পেয়েছে -
কৃষ্ণচুড়ার গোপন বীথিকা,
অশ্রুভরা চোখে
পুনশ্চ
অভিনব স্বপ্নের আনাগোনা, এই
জীবন যাত্রা নিরন্তর অগ্রসর,
মরুভূমি হতে বৃষ্টিবন,
কান্না করাটা ছিল
খুবই সহজ,
ভেজা
চোখ নিয়ে হাসির অভিযান - - -
জীবনে আনে নতুন
আহ্বান, প্রাপ্তি ও
হারানোর
মাঝে
ছিল মুহুর্তের তফাৎ,যার যেমন
ছিল আঁচলের সীমানা, সে
পেল তত উপহার,
কাঁটা কী ফুল
শুধুই
নিয়তির বিচার, আঁধারের পরে
আলো ছিল প্রতীক্ষিত
অনেক ক্ষণ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Judith Stein Watercolors
মঞ্জরিত ভাবনার পৃথিবী,
অতীতের আয়না
যতই হোক
দামী,
যদি যায় ভেঙে কোনো কারণে,
ফিরে চাওয়া অর্থহীন, ওই
মোড়ে যেখানে বসন্ত
বেলা গেছে মুখ
ফিরিয়ে,
সেই বাঁকে জীবন খুঁজে পেয়েছে -
কৃষ্ণচুড়ার গোপন বীথিকা,
অশ্রুভরা চোখে
পুনশ্চ
অভিনব স্বপ্নের আনাগোনা, এই
জীবন যাত্রা নিরন্তর অগ্রসর,
মরুভূমি হতে বৃষ্টিবন,
কান্না করাটা ছিল
খুবই সহজ,
ভেজা
চোখ নিয়ে হাসির অভিযান - - -
জীবনে আনে নতুন
আহ্বান, প্রাপ্তি ও
হারানোর
মাঝে
ছিল মুহুর্তের তফাৎ,যার যেমন
ছিল আঁচলের সীমানা, সে
পেল তত উপহার,
কাঁটা কী ফুল
শুধুই
নিয়তির বিচার, আঁধারের পরে
আলো ছিল প্রতীক্ষিত
অনেক ক্ষণ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Judith Stein Watercolors