বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

পৃথিবীর শেষ প্রান্তে - -

পৃথিবীর শেষ প্রান্তে - -
কোন দিগন্তে হারিয়ে গেল, উন্মত্ত - -
যিশুর দলের যাত্রী, দূর
অরণ্যে সারি সারি
আগুনের
রেখা,
মহুয়া ফুল ঝরে গেছে অসময়ে, কারা
যেন বলেছিল মানুষ মানুষের
জন্য, জানি না কোন
দুনিয়ার ছিল
তাহারা,
ফুটিয়ে ছিল যে সব অজানা স্বপ্নের -
মায়াবী গল্প, জীবন পুষ্পের
বীথিকায় ঘনিয়ে ছিল
সঘন মেঘের
আকাশ !
ভাবতে ভালই লাগে, কিন্তু ছিল বর্ষা
বহুদূর, বুকের পাঁজর ধু ধু
মরুভূমি, অসমাপ্ত
দহন চিরস্থায়ী,
হাজার
ফণার রাত্রি, দংশিত, ঘর্ষিত, শোষিত
সুপ্ত জীবন, এখানে বিহানের
আগমন নিষিদ্ধ, সারা
রাত দেয়া নেয়া,
ক্রয় বিক্রয়,
বাহ্য অন্তরে মহা অন্ধকার, শুধু নিরুদ্ধ
হাহাকার, মূক অট্টহাস করে শেষ
প্রহরের যাত্রী, কত যে ঝিনুক,
সামুক, শঙ্খ, উলঙ্গ শরীর,
মুখোশ, ভঙ্গ মেরুদণ্ড
কে বা কার
খবর রাখে, সাগর সরে যায় আস্তে আস্তে
অনেক দূরে, চেনা অচেনা কাহিনীর
পাতায় পাতায়, হারিয়ে যায়
সমস্ত মুখ পরিত্যক্ত
পৃথিবীর শেষ
প্রান্তে।

* *
- শান্তনু সান্যাল

- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
art - by Barbara Groenteman Watercolor