বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

অনুলম্ব আকাশ পথে - -

ওই ছায়াবৃতের শীতলতা, করে না কোনো
রূপের বিষমতা, তার নির্মল পৃষ্ঠতলে
ভেসে ওঠে প্রায়, বিশুদ্ধ মনের
বাস্তবিকতা ! সে এক
স্ফটিকের স্পষ্ট
ভাবনা,
মন্দির বিহীন অন্তর্তমের উপাসনা, ভেসে
রয় অনুক্ষণ, উন্মুক্ত হৃদয়ের গর্ভগৃহে
দিবানিশি, অদৃশ্য সুগন্ধের
সাথে সে জ্বলে রয়ে
অনিবার লয়ে,
নিরন্তর
বুকে লুকিয়ে সহস্ত্র আগুনের গুচ্ছ, অনন্ত -
কালীন সে এক দহনের কাহিনী,
যেখানে সমস্ত তর্ক বিতর্ক
স্ব -পরাজয়ের পথে
অগ্রসর !
রিক্ত দেহের পিঞ্জর পড়ে রয় কাঞ্চন মহলে,
ধোঁয়া ওঠে শুন্যে ঝুলন্ত বাতিদান
হতে, অনুলম্ব আকাশ পথে।

* *
- শান্তনু সান্যাল 

  


http://sanyalsplanet.blogspot.in/
cris hobel art