রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

আলো ছায়ার খেলা - -

আলো ছায়ার খেলা চলে সারা রাত,
অন্ধকার সহসা তখন জীবন্ত,
দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে
ধরে রাখতে
চায়
জোছনার চঞ্চলতা, যখন নিশীথে -
ঘনিয়ে ওঠে অরণ্যের হিংস
বৃত্তি, তখন নিশি পুষ্পের
গন্ধ যায় ছড়িয়ে
চার দিকে,
সেই
আবেশিত মুহুর্তে, সব তথাকথিত  
স্থিতিমাপ যায় বদলিয়ে, না
তখন তুমি তোমার
মাঝে, আমি ও
তখন
খসিয়ে চলেছি গায়ে জড়ানো মিথ্যে
উজ্জ্বল আঁশের আবরণ, না
তুমি পার করেছ কোনো
সীমান্ত রেখা, না
আমি ও গেছি
ডিঙিয়ে
কোনো নৈসর্গিক রচনা, কোনো - -
কিছুই ছিল না কাল্পনিক !
ওই হাড় মাংসের
খাঁচায় কিছু
ক্ষণের
উচ্ছ্বাস, নিঃশ্বাসে অকৃত্রিম গন্ধের
আভাস, কিছু মুহুর্তের ওই
খুশির মধ্যে ছিল দীর্ঘ
অভিলাষের
তৃপ্তি !
* *
- শান্তনু সান্যাল