মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

ধূমায়িত চির দহন - -

কালচক্রের দোলায় মধুঋতু গেছে ঝুলে বহুবার, 
ছড়িয়ে পলাশরঙ্গী ফোঁটার বাহার, অঙ্গ 
প্রত্যঙ্গ ভিজিয়ে একাকার, তবুও 
হৃদয়ের পলকা আবরণ 
রইলো জল শুন্য,
কার পথ 
চেয়ে বসে রইলো জীবন, শুষ্ক ভাবের যমুনার 
তীরে, পূর্ণ চাঁদের আলোয় জানি আবার 
জেগে উঠবে প্রণয়ের জীবাশ্ম !
পুনরায় জোনাকিদের 
রাসলীলা, ঘিরে 
রবে কদমের 
চাঁদোয়া, নিশির পিপাসার সাথে বেড়ে যাবে - - 
আরও আঁধার, হৃদয়ে কি লাগবে আবার 
নতুন রঙের উপলেপ, কিংবা  ঝরে 
যাবে, সদ্য  মুকুলিত স্বপ্নের 
কিছু লাজুক পাপড়ি !
যথারীতি হত ত 
জীবনে রবে 
রঙ্গবিহীন আকাশ, মরুভূমির এক অন্তহীন - 
নীরবতা, ধূমায়িত চির দহন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by ALISA WILCHER