বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১


 মায়া মুক্ত মানুষ - খুঁজে পাই নি,

এখানে জীবন ! প্রিজম দ্যুতির রং ছড়াতে চায়,
হৃদয়ের নিকটস্থ যেন থেক চিরদিন প্রিয়,
এই সঘন বৃষ্টির রাতে, পরস্পর 
অনিমেষ নেত্রে চাওয়া, 
আবেগের বর্ণালী
মনে হয় 
ছড়াতে চায়  আনক আলোর মিহি কণিকা, -
বর্ষায় জোনাকিদের সর্পিল ব্যালে,
উঠে চলেচ্ছে  আস্তে আস্তে  
কনক চাঁপার মগ 
ডালের উপরে,
বৃষ্টি থামার 
পরে,
জোছনার রঙ্গমঞ্চে এখন সিক্ত সুরে প্রেমের 
বৃন্দগান, ঘাড়ের উপরে তোমার 
অপ্রত্যাশিত চুম্বনের উষ্মা, 
খুলে চলেছে লোম কূপ,
নির্গত করতে চায় 
লুপ্ত সৌরভ 
ভরতে 
চায় জীবনের হারানো মাধুর্য্য, উল্লাসের 
ফিরে আসা, যেমন তথাগত ফিরে 
আসে দীর্ঘ উপসোনের পরে,
নিজের গেহে, কঙ্কালের  
দেহে সে দাঁড়িয়ে 
মুখ্য দ্বারে, 
প্রেমের 
কি এখানে অন্ত অথবা নব রূপে পুনর্জাগরণ !

--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/