ঝুলন্ত সেতু
মিশ্রিত অনুভূতি, শীতোষ্ণ আভাস,
ঠিক তাই, হঠাৎ করে ভালো
লাগা, এক নজরে যেন
দ্রবীভূত ভাবনা,
সেই
অকস্মাত ভালবাসা, হুট করে অনাহুত কে -
আপন করা, মনের ধরাতল - উপরে
ভঙ্গুর পরতে পাতলা ঢাকা,
নিম্নাঞ্চল গভীর জলে
ভরা, একটু
পা
এই দিকে ওই দিকে, নিমেষে জীবন তলদেশে,
তবু ও, ওই অগ্নি প্রবাহে পার করে যেতে
চায় কত মহিপতি, নিঃস্ব, সেই
নৈসর্গিক টানে বিশৃঙ্খল সমস্ত
হৃদয়ের সুগ্রাহী, ঠুনক
তন্তুর জাল,
মায়ার
পৃথিবী, আকাশের ভবিষ্যদ্বাণী পরিহার করে
যায় সহজে - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
George Rhoads paintings Autumn Grovehttp://sanyalsplanet.blogspot.com/