দুরন্ত ধারা
শাপিত গন্ধর্ব ছিল হৃদয় আমার
গেয়ে যায় সেই অপূর্ণ জীবনের গান,
রুদ্র বীণার তারে খেলে, জল বিন্দু
বৃষ্টির স্বরলিপি, মানে না অভিধান !
বাঁধতে পারি নি, তার দুরুন্ত হাসি
গেছে বিঁধে প্রতি ক্ষণে, দেহ ও প্রাণ,
ক্ষুদ্রনদীর জলস্ফীতি,আবেগের স্রোত
অফুরন্ত অনন্ত পথে, কেবল বহমান,
খুলে দিও পালের আকাশ, মাঝি মন
জীবনের লহর সহসা,আজ বেগবান,
কি যে মায়া, তার দুই সজল নয়নে
জানি না ভালই লাগে ভাঙন, ভাসান !
উদ্বিগ্ন নৌকা, নোঙর ছুঁতে চায় না
শাপিত গন্ধর্ব ছিল হৃদয় আমার
গেয়ে যায় সেই অপূর্ণ জীবনের গান,
রুদ্র বীণার তারে খেলে, জল বিন্দু
বৃষ্টির স্বরলিপি, মানে না অভিধান !
বাঁধতে পারি নি, তার দুরুন্ত হাসি
গেছে বিঁধে প্রতি ক্ষণে, দেহ ও প্রাণ,
ক্ষুদ্রনদীর জলস্ফীতি,আবেগের স্রোত
অফুরন্ত অনন্ত পথে, কেবল বহমান,
খুলে দিও পালের আকাশ, মাঝি মন
জীবনের লহর সহসা,আজ বেগবান,
কি যে মায়া, তার দুই সজল নয়নে
জানি না ভালই লাগে ভাঙন, ভাসান !
উদ্বিগ্ন নৌকা, নোঙর ছুঁতে চায় না
খেলে যায় তরঙ্গে, দূরে দিবা অবসান,
-- শান্তনু সান্যাল
-- শান্তনু সান্যাল