দূরে সরে যাওয়ার প্রয়াসে, মন ফিরে আসে অনেক
night bloom
কাছে, তার সম্মোহনের বৃত্তে জেগে রয়
কিসের যেন আলো, সারা রাত
আদিম আগুন জ্বলে
সুদুর মহুয়ার
বনে,
অদৃশ্য মৃগয়া তার নিগূঢ় ভালবাসা, লাজুক হরিণ
সম দেহ ও প্রাণ, খুঁজে বেড়ায় সঘন
তমসের ঝোপ, গুপ্ত মায়াবী
পান্থশালা, নিশি বুকের
আস্তানা, ধরে
রাখতে
চায় জীবন তার প্রণয়ের আলেয়া, জাগিয়ে আনতে
চায় হৃদয়, সমাধিস্থ আবেগের মন্ত্র, মহানিশার
শেষে দেহের পিরামিডে, ভেসে রয়
আরণ্যক তীব্র ঘ্রাণ, ক্রমশঃ
তখন জীবন্ত, প্রাচীরের
অবুঝ চিত্রলিপি,
ওই গোলাপী
দুই নয়নে খেলে যায় থেমে থেমে অশনি সংকেত !