উপরোক্ত অভিমত
নিশ্ছল হাসির তরঙ্গে, কোথায় যেন ব্যথার ঝিলিক !
স্পষ্ট ভেঙে আশেপাশে ছিটকিয়ে পড়ে চলেছে,
ধাতু ঢালাইর মেশিন যেন জীবন,
স্ফুলিঙ্গের ছোট ছোট কণা,
কিছু ক্ষণ স্ফুরিত হয়
হারিয়ে গেছে
অস্তিত্ব,
সেই সমান্তরাল রেখায় স্বপ্নের বপন ছিল কঠিন, তাই
হৃদয়ের স্পন্দন ও দেহের উষ্মা দিয়ে গড়ে
চলেছি নান্দনিক সংরচনা, জানি
তার আকর্ষণের বিন্দু হলো,
বক্ররেখার ইন্দ্রজাল,
ব্যক্তিত্ব এখন
ঝাঁঝর,
তার হাসির কণিকায় ভরতে চাই সরাসরি ভাবে
আঠান্ত উদ্ভাস, অন্তহীন সুরভিত আবর্তের
প্রসুন, চিরহরিৎ বৃন্তের বুনিয়াদ !
ভালবাসার পলকা ভিত্তি,
দেখি তার দেহের
উষ্ণ কটিবন্ধীয়
প্রদেশ, করে
অহর্নিশ
চিত্কার ! শব্দের চিত্রলিপি, বাক্যের রং তুলিকা
তখন অর্থহীন, ঢালাইর মেশিন এখন
তার থাবায়, সে গড়তে চায়
সুপুরুষ, পূর্ণ মানব,
মাংসপেশির
উপরে
এখন তার আধিপত্য, দিশাহারা অর্ণবপোত
কিংবা পথ হারানো বিমানের শুন্যে
দড়াবাজি এখন আমার নিয়তি !
তার এই প্রেম কি বাসনা
মন চায় না ভাবতে,
শুধুই জীবন
তাকে
একান্ত ভাবে চায় বুকে টেনে রাখতে, শাশ্বত
ভালবাসতে - - -