বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৩

মধুর দংশন - -

জীবন থেকে গভীরতর, তোমার ওই মর্মভেদী 
চাহন, ঝাঁকিয়ে যায় পলকা হৃদয় তন্তু, 
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে আধো ঘুমন্ত, 
কচি আবেগের নবজাত, 
সিক্ত কিশলয়, 
কেমন 
ভাবে বোঝাই, তোমার ওই নির্বাক চেহারায় -
থেমে রয়, এক আসন্ন বিক্ষিপ্ত ঝড়, 
এক নিবিষ্ট মৌন ভাবনা,
এক অদৃশ্য অবাধ্য 
পরিপূর্ণ 
গাঁজন, পূর্বাভাস পেরিয়ে এক অদ্ভুত উন্মাদন !
করে যায় দেহ ও প্রাণে, কল্পনার বাইরে 
মারাত্মক কিন্তু মধুর দংশন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Anan Prapaso