জীবন থেকে গভীরতর, তোমার ওই মর্মভেদী
Painting by Anan Prapaso
চাহন, ঝাঁকিয়ে যায় পলকা হৃদয় তন্তু,
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে আধো ঘুমন্ত,
কচি আবেগের নবজাত,
সিক্ত কিশলয়,
কেমন
ভাবে বোঝাই, তোমার ওই নির্বাক চেহারায় -
থেমে রয়, এক আসন্ন বিক্ষিপ্ত ঝড়,
এক নিবিষ্ট মৌন ভাবনা,
এক অদৃশ্য অবাধ্য
পরিপূর্ণ
গাঁজন, পূর্বাভাস পেরিয়ে এক অদ্ভুত উন্মাদন !
করে যায় দেহ ও প্রাণে, কল্পনার বাইরে
মারাত্মক কিন্তু মধুর দংশন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Anan Prapaso