শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

নিখোঁজ প্রতিবিম্ব - -

খোলা শিকল চোখের আগে, তবুও 
মন চায় না উড়তে, এক 
অদ্ভুত অবস্থায় 
আটকিয়ে 
রয় 
জীবন অনেক সময়, অবহেলিত, -
প্রতাড়িত, নিঃশ্বাসের সাথে 
সে বাস করে জং ধরা 
পিঞ্জরের মাঝে,
আসলে 
মায়ার সংসারে চির বন্দী দেহ ও 
প্রাণ, ভুলে যায় নৈসর্গিক 
উন্মুক্ত আকাশীয় 
উড়ান !
সময়ের সাথে খাপ খাওয়াতে - -
গিয়ে, সে ভুলে যায় 
নিজস্ব দক্ষতা,
ভুলে যায় 
আরশিতে নিজে কে দেখা, যখন 
অকস্মাত মনে পড়ে নিজের 
ফেলানো অস্তিত্ব তখন
মুখের আকুঞ্চিত 
ত্বক -
শুধায়, যে জীবন গেছে হারিয়ে -
বহুকাল আগে - -
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
painting by Deb Kirkeeide