হারানো ভাব প্রবণতা
মনের সেই গভীরতার মূল্য ছিল শুধুই
মাটি তার নজরে, অন্তঃস্থ প্রণয়ের
স্রোত ভাঙার পূর্বেই তার
দেহের অগ্নিস্নান হয়
ত করে বিস্ময়,
কিন্তু ছিল
সত্য !
নীতি দুর্নীতির সমাজ নির্মিত সীমানা ডিঙিয়ে,
সে এক মুক্ত বিপ্লবীর অবিকল অনুকৃতি,
তার অট্টহাসে ছিল নাম মাত্র গ্লানি,
মৌন বিজয়ীর ভঙ্গি কিংবা
বিসর্জনের পূর্বে নিজেকে
দর্পণে দেখা, বলা
মুশকিল, বাধা
দিতে পারি
নি,
তার উচ্চ অভিলাষের সম্মুখে আমি ছিলাম
যেন বামন অবতার, সে উড়ে গেল
একদিন সিন্ধু পার, যখন ফিরে
এসেছে মৌসুম গেছে সমগ্র
বদলিয়ে, বসন্ত হবে
কি হেমন্ত
সঠিক
মনে নাই, ঠিক হরতকি বাগান মোড়ে দেখি
সে দাঁড়ানো, চিনতে কিছু ক্ষণ দেরী
হলো, কঙ্কালের গায়ে যেন স্বপ্ন
ঝুলে রয়েছে মাকড়সার
জালে, নিরব চেয়ে
রয়েছি আমি,
স্মৃতির
দেয়াল হইতে ফ্রেস্কো খসে চলেছে একে একে ---
ক্ষয়্করণের পূর্বাভাস, ঝঞ্ঝার কড়া
নাড়ার শব্দ, তার ডুবন্ত নিস্তেজ
চোখে আমি খুঁজতে চায়নি
প্রথম প্রণয়ের গন্ধ,
তখন আমার
এড়ানো
মেজাজ, ভুলতে চাই যত সব কাঁচা ভালবাসা !
এখন আমি মণিরত্ন পরীক্ষক, আর
জেনেশুনে বিষ গিলতে চাই না,
শুধুই ধারণ করি নিজের
স্বার্থের জন্য, অঙ্গুরীর
রূপে, মনের
জ্যোতিষ
এখন পূর্ণ বৃতিমূলক, ভাবপ্রবণতা গেছে হারিয়ে,
বহু কাল আগে - - -
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by -- Rainy_Day_Kolkata_2-Ranit_Dutta
http://sanyalsplanet.blogspot.com/
painting by -- Rainy_Day_Kolkata_2-Ranit_Dutta