মন চায় যখন
সেই দমকা মৃদু সমীরণ, তুলে রেখেছি
জীবনের কিছু ফেকাসে ঝরা ফুল,
তার শপথের আগুন গেছে
নিভে, দেহের চত্বরে
রয়েছে কিছু
ফোসকা,
স্মৃতি গুলো ঘর পোষা, সব সময় চায় গা
ঘেঁষে যেতে, চেয়ে থাকে বেড়াল চোখে,
জীবন যায় আলতো হাত বুলিয়ে,
আশকারা দিয়ে চলেছে চাঁদ
আকাশগঙ্গার সেই
আলোকিত
প্রলোভন,
ফেলে যায় সমানে, জোছনার রহস্যময়ী -
ফাঁদ, হৃদয় নামিয়ে রাখতে চায় ছদ্ম
আবরণ, ফেলতে ইচ্ছুক সব
ভাবনা পুরাতন, সাবলীল
ভাবে খুঁজতে চায় ভিন্ন
নদীর কিনারা,
অনন্য
গভীরতা, ভাসন্ত কোনো অভিনব দ্বীপ,
করতে চায় মন নতুন রহস্য -
উদঘাটন, উড়ে যেতে
চায় প্রজাপতিদের
আঁকা পথে,
দূর
বহু দূর, বর্ষাবনের পিচ্ছিল পথে, রাস্না
ভরা শামিয়ানায়, হারিয়ে যেতে
চায় জীবন তার দুই
অনাহূত চোখের
প্রণয়
গন্ধে,
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY - Julie Gilbert Pollard