কত বার দেখেছি তাকে, নানান রূপে,
কখনো উত্তর কলকাতার ভাঙা
ফুটপাথে, যেন দাঁড়িয়ে
আছে বহু কাল
হতে একই
ভাবে !
ভিড়ের মাঝে তুলে চলেছে সে যেন - -
উড়ন্ত দিনলিপির ছেঁড়া পৃষ্ঠ !
কিছু ভুল বানানের
কাচা হাতের
কবিতা,
আবার দেখি এক দিন সে বসে আছে
মুম্বাই গামী ট্রেনে একাকী,
চোখে জড়িয়ে অদ্ভুত
স্বপ্নের মায়া !
জানি
না কোথায় ছিল তার গন্তব্যের প্রান্ত
রেখা, অথবা অনবরত ভ্রমণ,
নিজের অস্তিত্বের জন্য
চিরন্তন যুদ্ধ !
কিন্তু
সে হারায় নি কোনো ভাবে, সুন্দর -
কী অসুন্দর ছিল তার জীবনের
সংজ্ঞা, চিরদিনই রইলো
গোপন, কিন্তু
পরিশেষে
সে ছিল না একা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by c klein.jpg
কখনো উত্তর কলকাতার ভাঙা
ফুটপাথে, যেন দাঁড়িয়ে
আছে বহু কাল
হতে একই
ভাবে !
ভিড়ের মাঝে তুলে চলেছে সে যেন - -
উড়ন্ত দিনলিপির ছেঁড়া পৃষ্ঠ !
কিছু ভুল বানানের
কাচা হাতের
কবিতা,
আবার দেখি এক দিন সে বসে আছে
মুম্বাই গামী ট্রেনে একাকী,
চোখে জড়িয়ে অদ্ভুত
স্বপ্নের মায়া !
জানি
না কোথায় ছিল তার গন্তব্যের প্রান্ত
রেখা, অথবা অনবরত ভ্রমণ,
নিজের অস্তিত্বের জন্য
চিরন্তন যুদ্ধ !
কিন্তু
সে হারায় নি কোনো ভাবে, সুন্দর -
কী অসুন্দর ছিল তার জীবনের
সংজ্ঞা, চিরদিনই রইলো
গোপন, কিন্তু
পরিশেষে
সে ছিল না একা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by c klein.jpg