কিছুটা পথ একসঙ্গে হাঁটার পরে,
বিরক্তির ভাব নীরবতার
সঙ্গে ভেসে ওঠে,
এক অদৃশ্য
চিড়
করে যায় ঘর, মনের সেতু যায়
নিঃশব্দ ভেঙে, দুই কুলে
পড়ে রয় দ্বিখণ্ডিত
দেহের বালুকা
বেলা !
এক ছাদের নিচে বসবাস করার
সত্তেও অনেক সময়, দুই
প্রাণীর মাঝে রয়ে
যায় যুগের
তফাৎ,
ক্রমশঃ ঘনিয়ে ওঠে অভিমানের
মেঘ, প্রেম তখন খুঁজে চোরা
গলি, ভেসে উঠে ঘরের
ভিতরে বহিরাগত
পরকীয় গন্ধ
আর
জীবন ধেয়ে যায় মরীচিকার - -
পিছনে অনবরত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
night walk
বিরক্তির ভাব নীরবতার
সঙ্গে ভেসে ওঠে,
এক অদৃশ্য
চিড়
করে যায় ঘর, মনের সেতু যায়
নিঃশব্দ ভেঙে, দুই কুলে
পড়ে রয় দ্বিখণ্ডিত
দেহের বালুকা
বেলা !
এক ছাদের নিচে বসবাস করার
সত্তেও অনেক সময়, দুই
প্রাণীর মাঝে রয়ে
যায় যুগের
তফাৎ,
ক্রমশঃ ঘনিয়ে ওঠে অভিমানের
মেঘ, প্রেম তখন খুঁজে চোরা
গলি, ভেসে উঠে ঘরের
ভিতরে বহিরাগত
পরকীয় গন্ধ
আর
জীবন ধেয়ে যায় মরীচিকার - -
পিছনে অনবরত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
night walk