শনিবার, ১ অক্টোবর, ২০১১


আগন্তুক


সুদুর ঝলসানো পাহাড়ে, সুপ্ত দাবানলের
উত্পত্তি ,হৃদয়ে যেন অনাসৃষ্টির
সূত্রপাত, ওই ফাল্গুনী রাত
উষ্ণ নিঃশ্বাস, বহে
বাস্পিত বাতাস, মধ্য নিশি, অবিরাম
মৃগ দলের আর্তনাদ, মর্মর
অশ্বত্থ পল্লব, পাখির
উড়ন্ত ছায়া,
নিশ্চল রজনীগন্ধার সুরভি ,জীবন ও
আমি কথা বলি সারা রাত ,
ধাওয়া করে যায়
অজানা
রহস্যময়ী ছায়া ,চিরদিনের সেই কাঁচা
অঙ্ক নিয়ে  হিসাব মেলানো ,
বহুত মুশকিল
কে, কোথায় ,
কেন যে নিরব ভাবে ভাবনার মিছিল
হতে নিজে কে সরিয়ে নিল
নিঃশব্দভাবে , যেন
কাচের সুন্দর
ফুলদানি
ভাঙার পরে মন বলে সব কিছুই ত
ভঙ্গুর ,অনুবন্ধের ভাঙন ও
জ্বলিত অরণ্য ,বর্ষার
পথ চেয়ে রয় না ,
হটাত কে কোথায় কোন গলি র মোড়ে,
অনাহুত মেঘের রূপে, ভিজিয়ে
যায় শেষ প্রহর ,ভরে  যায়
মরুভূমির তৃষিত
বালিয়াড়ি,
লিখে যায় প্রাচীর অম্বরে জীবনের ইতিকথা ,


-- শান্তনু সান্যাল
  http://sanyalsplanet.blogspot.com/

painting by - Leonid Afremov