শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২


অপরাহ্নের অলস রোদ

বারান্দার ঝুলন্ত লালসাদা কাগজফুলের গাছ, 
আজ ও মনের দুয়ারে জাগিয়ে রাখে 
বিকেলের শেষ আলো, কিছু 
নিপতিত জীর্ণ পাতা 
অদ্ভুত শব্দে সরে 
যায় মেঝের 
সীমান্তে, 
যেন বায়ুর রূপে বর্তমান ঠেলে চলেছে অতীত, 
সেই সমাপিত কালের মেঘলা সাঁঝে, 
গর্বিত হৃদয় হারিয়ে ছিল, দেহ 
ও প্রাণ, অনপেখিত, হঠাৎ
জীবনে অন্তনিবেশ,
তার বিক্ষিপ্ত 
ভাবে 
টানা বুকে পরিপূর্ণতার সঙ্গে সমর্পণের আবেগ,
ভালো লেগে ছিল, যদিও সেই শীতের 
সাঁঝে অনিশ্চয়তার সাথে এগিয়ে 
যাওয়াটা ছিল পুরোপুরি তার 
সিদ্ধান্ত, কিন্তু মন সে দিন 
হয় উঠেছিল বন্য পশু,
কিছু ক্ষণের জন্যই 
হয় ত বিবেক 
গিয়েছিল 
হারায়ে, শঙ্খ ধ্বনির সঙ্গে যখন আলিঙ্গনের 
জড়তা ভাঙলো, তখন রাস্তার আলো
ঝলমলিয়ে আঁধার গিলে চলেছে, 
সেই আবছায়ায় জীবনের 
আবরণহীন মুহূর্তগুলো 
রইলো ঝরা পাতার 
রূপে, মধুমাসের 
ফিরে আসার 
আশায় !
নদীর পার্শ্বরেখা চির দিন যায় না সমান্তরালে !
এখন এই প্রান্তে রয়েছে স্মৃতির বালুচর,
ওই কুলে হয় ত ফুটে রয়েছে কদম্ব 
ফুল, কিন্তু দুই কুলের বুকে 
আছে লিপিবদ্ধ ভাঙা
গড়ার কাহিনী , 
দেয়া নেয়ার 
সংবিদা !

-- শান্তনু সান্যাল
memory balcony 

প্রতিবিধান

এই ভাবে অনেক কাছে রয়ে, বহিরাগত আচরণ !
পাশ ফিরে শুন্যে চাওয়া, চাই নি এমন  নিরুপায় 
ভালবাসা, সজল আঁখি পাতের অঞ্চলে তাই 
রাখতে চেয়েছিলাম  বাষ্পিত ওষ্ঠখানি,
যদি অধরের উষ্মা চুষে নিত মনের 
পুরাতন বেদনা, হয় ত অসময়ে 
ঝরে যেত না সদ্য মুকুলিত 
ভাবনার কুঞ্জ গলি,
অথচ মনের খুব 
কাছে টেনে 
রেখে 
ছিলাম তাকে, জানি না  কোথায় কোন বিন্দু 
বিসর্গ খসে পড়েছে জীবনের বর্ণ মালা 
হতে, ভুল বানানগুলো শুধায় 
অহর্নিশ বিফলতা, ভিড়ে 
পিছিয়ে যাওয়া,
নির্জীব 
দেহের আত্ম খনন, মনের উপগ্রহে যখন 
নীহারিকার বিস্ফোরণ, তার 
অতৃপ্ত বাসনা  জেগে উঠে 
বহু গ্রন্থীময়, বহু 
কোণে, মাঝ 
রাতে 
জীবন ঝরে যায় প্রাক বর্ষার এক পশলা 
বৃষ্টি, কিন্তু তার অন্তরস্থ বহ্নিশিখা 
ছুঁতে চায় দেহ ও প্রানের 
গভীরতা, তার 
অতীতের 
ব্যথার জন্য জীবন নিজেই এখন প্রতিবিধান,

-- শান্তনু সান্যাল 
moonlit valley by Armand Cabrera