সোমবার, ৮ জুন, ২০১৫

সন্মিলন নিজের অন্তরে - -

যখন তুমি অঝর শ্রাবণের মধ্য যামিনী,
তখন আমি শুধুই এক শৃঙ্খলমুক্ত
পুরুষ, বুকে নিয়ে ধূমায়িত
অরণ্যশিখা, চেয়ে রই
তোমার অধর
তীরে।
চুষে নিতে চাই সমস্ত সজলতা উন্মত্ত - -
ভাবে, আমি তখন সাঙ্ঘাতিক
ভাবে হয়ে উঠি ঊষর -
ভূমি, নিমিষে
সকল
তটবন্ধ ভেঙে, তোমায় করে নিতে চাই
সন্মিলন নিজের অন্তরে।ওই মহা -
প্রলয়ী মুহুর্তে জীবন গড়িয়ে
যায় অপরিভাষিত
পথে, যেখানে
দেহের
সমস্ত অভিলাষ, সিক্ত মাটির মত খসে
পড়ে প্রণয় নদীর গায়ে, আর
সুদুর উজানে দেখা যায়
শুধুই এক ঘোলাটে
জলের বিরাট
উর্মিমালা।

* *
- শান্তনু সান্যাল
 

ocean-impact-jersey-shore-angie-mckenzie
 http://sanyalsplanet.blogspot.in/