সরে যাও নিঃশব্দ পদধ্বনির সাথে, যদি চাও
দুরে যেতে, পাশ বদলিয়ে যাওয়া
কোনো নতুন আবিষ্কার
নয়, রাত ও যায়
সুদূরে, আঁধার
নামিয়ে
মেঝে, আরশির বুকে রয়ে যায় কিছু মধুর -
স্মৃতি, গোপনীয় মুহূর্তের নগ্নতা,
পরস্পরের নির্বাক ষড়যন্ত্র,
মধুরিম প্রতারণা !
কে কাকে করে
গেছে
উপভোগ সেটা অবসরে ভাবার কথা, প্রকৃত
বা কৃত্রিম অনুভূতির ব্যাপার, না সে
এক আসামি না আমি পরিপূর্ণ
মানুষ, পরিহারের
উপায় তুমি ও
খুঁজতে
পার, পুনরায় ফাঁস ফেলার ভাবনা কি যায়
হারিয়ে, শুধুই এক মুখোশ নামিয়ে
অন্য রঙ্গমঞ্চের পদার্পণ !
সেটা তোমার
চোখের
ঠাহর, আমি গায়ে জড়িয়ে আছি এখনো লজ্জার
কৃষ যবনিকা - -