ঠিক সকালমুখী আচমকা বৃষ্টি, আর
খুব পরিচিত হাতের কড়া
নাড়ার শব্দ, দ্বার
খোলার সাথে
দেখি -
তুমি আছো নিয়ে মুখে একরাশ সিক্ত
হাসি, মৃদুমন্দ বাতাসে যেন
বহে যায় শিশির ভিজা
নিশি পুষ্পের
গন্ধ !
তোমার নয়ন কোণে আছে লুকানো -
গত রাতের কিছু সরস অনুভূতি,
কিছু সুরভিত পরশের
মসৃণ দাগ, আর
বিনিদ্র
রাতের পরিশ্রান্তি, সঘন পলকের ছায়া
তীরে আছে কার ভাবের বৃন্দাবন,
সাতসকালে এ কেমন যেন
তোমার বৈষ্ণবী সাজ,
শান্ত অজয়
নদীর
বুকে হঠাৎ যেন ঘূর্ণাবর্তের আবির্ভুত !
* *
- শান্তনু সান্যাল
River Mist Original watercolor painting by charlesash
http://sanyalsplanet.blogspot.in/
খুব পরিচিত হাতের কড়া
নাড়ার শব্দ, দ্বার
খোলার সাথে
দেখি -
তুমি আছো নিয়ে মুখে একরাশ সিক্ত
হাসি, মৃদুমন্দ বাতাসে যেন
বহে যায় শিশির ভিজা
নিশি পুষ্পের
গন্ধ !
তোমার নয়ন কোণে আছে লুকানো -
গত রাতের কিছু সরস অনুভূতি,
কিছু সুরভিত পরশের
মসৃণ দাগ, আর
বিনিদ্র
রাতের পরিশ্রান্তি, সঘন পলকের ছায়া
তীরে আছে কার ভাবের বৃন্দাবন,
সাতসকালে এ কেমন যেন
তোমার বৈষ্ণবী সাজ,
শান্ত অজয়
নদীর
বুকে হঠাৎ যেন ঘূর্ণাবর্তের আবির্ভুত !
* *
- শান্তনু সান্যাল
River Mist Original watercolor painting by charlesash
http://sanyalsplanet.blogspot.in/