বিঁধিয়ে গেছে অন্তরতর তার ওই ভাবে
উজাড় করে চাওয়া, চোখের তীরে
দেখেছি যেন উঠে আসছে
ডুবন্ত ময়ুরপঙ্খী
নৌকা,
অমন
তাকানির অর্থ, প্রাণপণে খুঁজেছি গ্রন্থের
পাতায় পাতায়, হিসাবনিকাশের
খাতায়, বন্ধ দেউলের দ্বারে
উন্মুক্ত মনের জানালায়,
তার মুক কৌতুহলে
ছিল জীবনের
সারাংশ,
সে যেন স্পষ্ট জানিয়ে গেছে সিঁড়ি ছাড়াও
উপরে ওঠা যায়, স্বপ্ন ছোঁয়া যায়,
সুরুভিত বিহানের নাই কোন
জাতি বিচার, সে ছড়ায়
আলোর ঝরনা,
সিক্ত করে
মনের অন্ধকার, সেই আলোকিত আদ্রতায়
দেখেছি তার অলৌকিক ইচ্ছাশক্তি
প্রেরিত করে যায় অন্তর্মনের
গভীরতা -ভীষণ ভাবে,
উচ্চ তরঙ্গে যেন
ভিড়িয়ে
চলেছে সে জীবনের উড়ন্ত পাল নৌকা -
-- শান্তনু সান্যাল