যদিও যথারীতি সন্ধ্যা গেছে বিঁধিয়ে
বুকের পাঁজরে বহু শাখাকন্টক,
তবুও জীবনের অভিলাষ
চায় না বিলীনতা,
এখনো কিছু
আছে
বাকি আমাদের মাঝে, এখনো তুমি -
খুল নি নীরব চোখের রহস্য,
কোথায় যেন তোমার
ওই ব্যথা ভরা
হাসির
মাঝে ঝিলমিলিয়ে উঠতে চায় কিছু
অসময়ের নিবন্ত আলোর শিখা,
এখনো তুমি চাও অনেক
কিছু কহিতে, দ্বিধা
দ্বন্দ্বের অগ্নি -
বৃত্তের
বাইরে আছে তোমার মনের পৃথিবী,
আমি আজ ও দাঁড়িয়ে রই
স্বাভাবিক ভাবে
ওই প্রবেশ
দ্বারে
যেখানে তুমি এসে থেমে যাও প্রায়ই,
সেই নির্বাক মুহুর্তে আমি
দেখেছি বহু বার
তোমার
আনত চোখের পৃষ্ঠতলে বিন্দু বিন্দু
ঝিলিমিলি সজলতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
scarlettrio(1)
বুকের পাঁজরে বহু শাখাকন্টক,
তবুও জীবনের অভিলাষ
চায় না বিলীনতা,
এখনো কিছু
আছে
বাকি আমাদের মাঝে, এখনো তুমি -
খুল নি নীরব চোখের রহস্য,
কোথায় যেন তোমার
ওই ব্যথা ভরা
হাসির
মাঝে ঝিলমিলিয়ে উঠতে চায় কিছু
অসময়ের নিবন্ত আলোর শিখা,
এখনো তুমি চাও অনেক
কিছু কহিতে, দ্বিধা
দ্বন্দ্বের অগ্নি -
বৃত্তের
বাইরে আছে তোমার মনের পৃথিবী,
আমি আজ ও দাঁড়িয়ে রই
স্বাভাবিক ভাবে
ওই প্রবেশ
দ্বারে
যেখানে তুমি এসে থেমে যাও প্রায়ই,
সেই নির্বাক মুহুর্তে আমি
দেখেছি বহু বার
তোমার
আনত চোখের পৃষ্ঠতলে বিন্দু বিন্দু
ঝিলিমিলি সজলতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
scarlettrio(1)