মুক্ত অনুবন্ধ
কিছুই ভালো লাগছে না, তোমার
চুম্বকীয় হাসির সমবর্তন
গেছে হারিয়ে, যেন
মনে হয় তুমি
পরকীয়
দেহের ধার করা গন্ধ, অসার রঁচন, -
অবশ্যই বলতে দ্বিধা হচ্ছে,
যে তোমার প্রেমে, বোধ
হয়, খাদের মাত্রা
টি বেশি,
তাই
চমকের তীব্রতা চলকে পড়ছে অসামন্য
রূপে, মাঝে মাঝে কেন যে এমন
হয়, বুঝি না আমি, শরীর
থাকে নদীর তীরে মন
ঘুরে বেড়ায় সুদুর
আরণ্যক
নিরালোকে, তপ্ত মরুপ্রান্তরে, কভু নোনা
জলের গভীরে, যেন দুই মেরু
জীবনের পৃথিবী কে
বলাৎ ধরে
রাখতে
চায়, তুমি যদি পারো গুটিয়ে যাও নিজের
অস্তিত্ব, অবিলম্বে, বিস্তৃত লবণের
চাষ গিলে ফেলবে, ক্রমাগত
দুই জনের শস্য শ্যামলা
ভূমি, আত্ম -
সংরক্ষণ
আমার মতে বিশ্বাস ঘাতকতা নয়, তাই
আজ তোমায় অনুবন্ধ হতে মুক্ত
করে দিলাম - - -